দীর্ঘ সময় কম্পিউটারের ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি

১৫ ডিসেম্বর, ২০১৯

আজকাল প্রায় সকল ধরনের কর্পোরেট চাকুরীতে কম্পিউটারের ব্যাপক ব্যবহার হচ্ছে। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করা এবং স্বাস্থ্যসম্মত  নিয়মতান্ত্রিক উপায়ে কম্পিউটার না ব্যবহারের ফলে তৈরি হচ্ছে নানা ধরনের স্বাস্থ্য জটিলতা।

 কি কি শারীরিক সমস্যা দেখা যায় ?

থাকার কারণে মাংশপেশীর উপর অতিরিক্ত চাপ থেকে  রক্ত চলাচলে বাধাগ্রস্থ হয়ে ঘাড়ব্যথা, কোমরব্যথা, ঘাড়ের মাংশপেশী শক্ত হয়ে যাওয়া, কাঁধ ও হাত ব্যথা সৃষ্টি হতে পারে। 

যাওয়া, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, মাংশপেশী অবশ ও দূর্বল হতে পারে।

চোখে ঝাপসা দেখা, ছোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যাও তৈরি হতে পারে।

 চেয়ার ও কম্পিউটার টেবিল কেমন হওয়া উচিৎ ?

 কী করনীয় ?

ক) ঘাড়কে ডানে, বামে সামনে, পিছনে হেলিয়ে টানটান শক্ত করে ৫ সেকেন্ড ধরে রাখুন এবং ছেড়ে দিন। এটি ৫- ১০ বার করুন এতে ঘাড় ব্যথা হবে না।

 

 

খ) ২ হাত সোজা করে শক্ত করে মুঠ করুন এভাবে ৫ সেকেন্ড ধরে রাখুন ও ছাড়–ন। এটিও ৫- ১০ বার করুন। এতে কবজি ও হাতের আঙ্গুল ব্যথা থেকে মুক্তি পাবেন। 

 

 

গ) সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত কোমরের পিছনে রেখে যতটুকু সম্ভব ধনুকের মত বেঁকে যান এবং আবার সোজা হন। এটি ৫- ১০ বার করুন। এতে আপনার কোমরে মাংসপেশি স্ট্রেচিং হবে এবং সহজে আপনি কোমড় ব্যথা থেকে মুক্তি পাবেন। 

 

 

 

এরপরও যদি ব্যথা হয় তবে আপনি আপনার নিকটবর্তী একজন ভালো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন। সুস্থ থাকুন ।

মেহেরুন নেসা

ফিজিওথেরাপি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

ফাউন্ডার ডিরেক্টর, এম.পি আর.সি, ঢাকা।