রাশিয়ার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞায় হাঙ্গেরির অসম্মতি

০৫ মে, ২০২২

রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়ার অপরিশোধিত তেলসহ সকল জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।

তাদের প্রস্তাব অনুযায়ী, এ বছরের শেষে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ রাশিয়ার তেল আনতে পারবে না৷ তবে এ প্রস্তাব গৃহীত হতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলো দেশের অনুমোদন লাগবে৷ 

আর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে দেওয়া এক ভিডিওতে জানিয়েছেন, তারা এমন প্রস্তাবে সায় দিতে পারবে না৷ কারণ হাঙ্গেরি রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে না৷ তাদের অর্থনীতি ভেঙ্গে পড়বে। 

হাঙ্গেরির মতো স্লোভাকিয়াও জানিয়েছে, তারা রাশিয়ার তেল ছাড়া অচল। 

এদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবটিতে ভেটো দেবে বিষয়টি বুঝতে পেরে এ দুটি দেশকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করছে। 

সংবাদ সংস্থা রয়টার্স ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ দুটি দেশকে ২০২৩ সাল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ব্যপারে অনুমতি দেওয়া হবে৷ রাশিয়ার  সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত তাদের চুক্তি আছে৷ 

হাঙ্গেরি স্লোভাকিয়া রাশিয়ার তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল হওয়ায় ও তারা ভেটো দেবে বলে তাদের নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করা হচ্ছে। 

সূত্র: রয়টার্স, আল জাজিরা