শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রী হতে চান সাজিথ প্রেমাদাসা: পদত্যাগে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

১২ মে, ২০২২

মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর সরকারের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছে প্রধান বিরোধী দল সামাজি জানা বালাওয়েগয়া (এসজেবি)। দলটির নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে।

এদিকে নতুন সরকার গঠনে চার শর্ত দিয়েছে এসজেবি। এগুলো হলো-প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ করতে রাজি হতে হবে। নতুন সরকার গঠনে তিনি কোনোরকম হস্তক্ষেপ করতে পারবেন না। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বিলুপ্ত হবে। এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে তবেই নির্বাচন হবে। 

এদিকে নতুন সরকারপ্রধান চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর নন্দলাল বীরসিংহে।