‘সমকামী দম্পতিদের’ গ্রহণ করবে না কাতারের তিন হোটেল

১৫ মে, ২০২২

কাতারের তিনটি হোটেল বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়া সমকামী দম্পতিদের থাকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷স্ক্যান্ডেনেভিয়ার কয়েকটি গণমাধ্যমের পরিচালিত এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে৷চলতি বছরের নভেম্বর মাস থেকে কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল৷ ক্রীড়াঙ্গনের এই জমজমাট আসর উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ দর্শক মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার কথা রয়েছে৷ দর্শকদের থাকার জন্য ইতিমধ্যে কাতারের ৬৯টি হোটেলের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল নিয়ংন্ত্রক সংস্থা ফিফা৷ কাতারের আইনে দেশটিতে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়৷

নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের কয়েকটি গণমাধ্যমের পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ফিফার প্রকাশিত তালিকায় থাকা তিনটি হোটেল সমকামীদের থাকার জায়গা দেবে না৷ এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

উল্লেখিত তিনটি হোটেল ছাড়াও আরও ২২টি হোটেল কর্তৃপক্ষ জানায়, তারা সমকামী দর্শকদের শর্তসাপেক্ষে হোটেলে থাকার জায়গা দেবে৷ আর শর্তটি হলো, হোটেলে থাকতে চাওয়া সমকামী অতিথিরা জনসম্মুখে তাদের আচরণ প্রকাশ করতে পারবেন না৷ আর ৩৩টি হোটেল জানিয়েছে, সমকামী দর্শকদের জায়গা দিতে তাদের কোনো আপত্তি নেই৷  

এদিকে বিশ্বকাপের ডেলিভারি ও লিগ্যাসি বিষয়ক সুপ্রিম কমিটি জানায়, কাতার একটি রক্ষণশীল দেশ৷তবে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভূক্তিমূলক বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজনে তারা প্রতিজ্ঞাবদ্ধ৷

সুপ্রিম কমিটির এক মুখপাত্র জানান, কাতারের প্রায় একশ হোটেল বিশ্বকাপ উপলক্ষ্যে খেলোয়াড়, দর্শক এবং বিশ্বকাপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকার জায়গার আয়োজন করবে৷ এই হোটেলগুলোকে অবশ্যই ‘সাস্টেইনেবল সোর্সিং কোড' মেনে চলতে হবে৷তিনি জানান, এই কোডের কোনো ব্যতিক্রম হলে তা খুব গুরুত্বসহকারে বিবেচনা করবে কমিটি৷

কমিটির এই মুখপাত্র অবশ্য এ বিষয়ে আরো তথ্য তুলে ধরার আহ্বান জানান৷ ‘‘আমরা চাই সমকামীদের জায়গা না দেওয়ার এই অভিযোগের বিষয়ে আরো তথ্য বেরিয়ে আসুক৷ বিশ্বকাপের সাথে সংশ্লিষ্টরা যেন কোনো বৈষম্যের শিকার না হন আমরা তা নিশ্চিত করতে চাই,'' বলেন তিনি৷

গত মার্চ মাসে যুক্তরাজ্যের ফুটবল দলের ম্যানেজার গারেথ সাউথগেইট বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়া দর্শকদের মানবাধিকার বিষয়ে তার উদ্বেগের কথা জানান৷ 

সূত্র :  ডয়চে ভেলে