পদ্মা সেতুর ২০তম স্প্যান বসল

৩১ ডিসেম্বর, ২০১৯

প্রমত্তা পদ্মার বুকে বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান। মঙ্গলবার দুপুরে সেতুর মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের উপর ২০তম স্প্যান ‘৩-এফ’ বাসানো হয়েছে। এতে করে তিন কিলোমিটারে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর প্রকল্পে সহকারী পরিচালক হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া ভালো থাকায় এবং কারিগরি সমস্যা না থাকায় ডিসেম্বর মাসে মোট তিনটি স্প্যান বাসনো হলো।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া কন্সট্রাকশান ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ‘৩-এফ’ স্প্যানটি তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ পিয়ার বহন করে পিলার ১৮-১৯ এর সামনে নিয়ে আসে। এরপর ধীরে ধীরে স্প্যানটি পিলারের উপর স্থাপন শুরু হয়। দুপুর দেড়টার দিকে কাজ শেষ হয়।