‘কাজ না থাকলেও অফিস সময়ে কর্মকর্তাদেরকে টেবিলে থাকতে হবে’

২০ জুন, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেছেন, কাজ থাক বা না থাক অফিস সময়ে কর্মকর্তাদেরকে টেবিলে থাকতে হবে। সেবা নিতে এসে কেউ যেন সেবা না পেয়ে ফিরে না যায়। সোমবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে কর্মচারী শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের লাইফলাইন, সততা ও আন্তরিকতার সাথে যথাসময়ে নিজ নিজ কর্ম সম্পাদনের মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের পরিবার ও প্রতিষ্ঠানের মাথা উঁচু করতে পারি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া। এতে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উপ-সচিব ড. মিজানুর রহমান। উপ-রেজিস্ট্রার ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ড. নওয়াব আলী খানের সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।