দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮০

২৬ জুন, ২০২২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো দুইজনের। এছাড়া নতুন করে ১ হাজার ৬৮০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪০ জনে দাঁড়ালো।রোববার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।