হেলিকপ্টার দুর্ঘটনায় তাইওয়ানের সেনাপ্রধানসহ ৭ আরোহী নিহত

০২ জানুয়ারী, ২০২০

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী তাইপের কাছেই তেরেইন পর্বতমালা এলাকায় প্রতিকূল আবহাওয়ার মুখে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে জেনারেল শেন ওয়াই-মিংয়ের সঙ্গে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ আরও ১২ জন যাত্রী ছিলেন।

স্থানীয় সময় সকাল ৮ টার কিছু মুহূর্ত আগে থাইপের সংশান বিমানঘাঁটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা।

পথিমধ্যে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়লে অবতরণে বাধ্য হন তারা, সে মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।উদ্ধারকার্যের জন্য বিমান বাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ৮০ জন সেনা দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।