কে হচ্ছেন বরিসের উত্তরসূরি

০৮ জুলাই, ২০২২

সরকার ও নিজ দলে নজিরবিহীন চাপে পড়ে দলীয় প্রধানের পদ ছেড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ পরিস্থিতিতে বরিসের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা–কল্পনা।

বরিসের পছন্দের কোনো উত্তরসূরি না থাকায় অনেক জ্যেষ্ঠ টোরি (কনজারভেটিভ) নেতা তাঁর সরে যাওয়াকে সুযোগ হিসেবে নিতে পারেন। গত মঙ্গলবার অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর থেকে বরিসের সরকার টালমাটাল হয়ে পড়ে। প্রধানমন্ত্রী দ্রুত তাঁদের পদে নাদিম জাহাবি ও স্টিভ বার্কলেকে নিয়োগ দেন। বরিস জনসন সরে গেলে তাঁর জায়গা নিতে পারেন, এমন ব্যক্তির আলোচনায় আছেন ঋষি সুনাক ও সাজিদ জাভিদও। এর বাইরে বর্তমান মন্ত্রিসভা ও সাবেক মন্ত্রিসভার কয়েকজন সদস্যও আলোচনায় আছেন।