উইম্বলডন ও ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ

১১ জুলাই, ২০২২

অস্ট্রেলিয়ার নিক কিরিয়সকে হারিয়ে উইম্বলডন জিতলেন জোকোভিচ। এটাই তার ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়।উইম্বলডনে পুরুষদের ফাইনাল পাঁচ সেট পর্যন্ত গেল না। জোকোভিচ ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে জিতলেন। তিনি টপকে গেলেন রজার ফেডেরারকে। গ্র্যান্ড স্ল্যাম জেতার ক্ষেত্রে জোকোভিচের সামনে শুধু নাদাল। এই উইম্বলডনে নাদাল খেলেছিলেন। কিন্তু সেমিফাইনালে চোটের জন্য নাম প্রত্যাহার করে নেন।এই নিয়ে মোট সাতবার উইম্বলডন জিতলেন নোভাক জোকোভিচ। ফেডেরার অবশ্য আটবার উইম্বলডন জিতেছেন।

চার সেটের মধ্যে সবচেয়ে উপভোগ্য ছিল প্রথম সেটটি। দুজনেই সমানে সমানে লড়ছিলেন। কিরিয়সও নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পরের দুইটি সেট জোকোভিচ সহজে জেতেন। কিরিয়স তখন বারবার মেজাজ হারান। আম্পায়ারের সঙ্গে তর্ক করেন। তবে সবমিলিয়ে ৩০টf এস সার্ভিস করেছেন তিনি।  চতুর্থ সেট আবার উপভোগ্য হয়। টাইব্রেকারে জেতেন জোকোভিচ।

 

জয়ের পর জোকেভিচ হাঁচু মুড়ে কোর্টে বসেন, একটা ঘাস তুলে মুখে দেন। পরে তিনি বলেন, ''খুব আনন্দ হচ্ছে। আমি খুশি। আমি অনেকবার বলেছি, আমার কাছে এই প্রতিযোগিতার বিশেষ গুরুত্ব আছে। কারণ, যখন ছোট ছিলাম, তখন এই প্রতিযোগিতা দেখার পরই টেনিস খেলতে শুরু করি।''

জোকোভিচ বলেছেন, ''আমি কোনো জয়কেই সাধারণভাবে নিই না। বিশেষ করে উইম্বলডন জয়কে তো নয়ই। প্রতিবার এই জয় আমাকে বিশেষ আনন্দ দেয়। আমার পরিবার, কাছের মানুষরা এই জয় দেখেছেন। তাই এটা আমার কাছে বিশেষ মুহূর্ত।'' তিনি জানিয়েছেন, ''উইম্বলডন সবসময়ই আমার কাছে আনন্দের প্রতিযোগিতা। এবার আসার আগে আমি পরপর তিনবার এই প্রতিযোগিতা জিতেছি। প্রতিবছর আমার খেলা ভালো হয়েছে। প্যারিসে নাদালের কাছে হেরে আমি হতাশ হয়েছিলাম। কিন্তু উইম্বলডনে আমি বরাবর নিজের সেরা খেলা উপহার দিই, দিতে চাই।''

সূত্র      : ডয়চে ভেলে