এমপিরা নির্বাচনে প্রচার করতে পারবে না: ইসি

১২ জানুয়ারী, ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে এমপিদের সুযোগ দেয়ার আওয়ামী লীগের দাবি নাকচ করে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। শনিবার দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল শনিবার রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলেন তিনি। পরে তোফায়েল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সুন্দর, গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু আমরা ক্ষমতাসীন রাজনৈতিক দল, এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। সে প্রসঙ্গ বলতে গিয়েই আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আলোচনা করেছি। বৈঠকে আচরণবিধি নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, এমপিরা কিন্তু সুবিধাভোগী না। আমিও ব্যক্তিগতভাবে সুবিধাভোগী ব্যক্তি না।