জুলাইয়ে বিশ্ববাজারে খাদ্যের দাম কমেছে : জাতিসঙ্ঘ

০৬ আগস্ট, ২০২২

জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক খাদ্য মূল্যসূচক অনুযায়ী, টানা চতুর্থ মাসের মতো জুলাইয়ে খাদ্যমূল্য কমেছে। শুক্রবার এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, তবে ২০২১ সালের জুলাইয়ের তুলনায় এখনো খাদ্যমূল্য ১৩ শতাংশ বেশি।

এফএও বলেছে, ২০০৮ সালের পর গত মাসে খাদ্যমূল্য সর্বোচ্চ ৮ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর মার্চ মাসে খাদ্যসূচক সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছিল।

এফএও বলেছে, জুলাইয়ে উদ্ভিজ্জ তেল খাদ্যশস্যের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। তবে চিনি, দুগ্ধজাত পণ্য ও গোশতের দাম ততটা কমেনি।

এফএও বলেছে, খাদ্য মূল্যসূচক খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যের মাসিক পরিবর্তন পরিমাপ করে। এটি গড়ে পাঁচটি পণ্য গ্রুপ নিয়ে গঠিত। এগুলো হলো- খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেল, গোশত, দুগ্ধ ও চিনি।

সূত্র : এপি/ইউএনবি