মিসরের মধ্যস্ততায় ইসলামিক জিহাদ-ইসরাইল যুদ্ধবিরতি

০৮ আগস্ট, ২০২২

গাজায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদ ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। মিসরের মধ্যস্ততায় রোববার রাতে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে শুক্রবার থেকে তিন দিনের ইসরাইলি বিমান হামলায় গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত বছরের ১১ দিনের যুদ্ধের পর এটিই ছিল সবচেয়ে বড় আক্রমণ। হামলায় অন্তত ৪১ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে ১০টি শিশুও রয়েছে। এছাড়া আহত হয় ২৬৫ জন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাতাহ আল-সিসি জানান, কর্মকর্তারা সর্বক্ষণ সহিংসতা বন্ধে প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছ, গাজায় ইসলামিক জিহাদের সামরিক শাখার পুরো সিনিয়র নেতৃত্বকে শেষ করে দেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ ঘোষণা করেছেন, যত দিন প্রয়োজন, তত দিন অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : ডেইলি সাবাহ