২৪ ঘণ্টায় ৪৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, আরও দুইজনের মৃত্যু

২২ সেপ্টেম্বর, ২০২২

দেশে একদিনে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু জ্বরে ৪৮ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসেই মারা গেছেন ২৭ জন। যা আগস্ট মাসে ছিল ১১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩১ জন।

নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ জনে। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু আগস্টে মাসের চেয়ে দ্বিগুণ বেড়েছে।