হত্যা মামলার আসামি বন্দুক যুদ্ধে নিহত

২৬ জানুয়ারী, ২০২০

চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোরশেদ আলম (৩৫)।

রোববার ভোরে উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত মোরশেদ আলম বঙ্গোপসাগরের দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে। মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এরপর ঘটনাস্থলে মোরশেদ আলমের মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শুটারগান, ১৯ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়। তিনি আরও জানান, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। তিনি ৩১ জেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে।