সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক

০৫ অক্টোবর, ২০২২

সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছে।মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির ফলে হঠাৎ পাহাড় ধসে সাজেকের নন্দারাম এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

তিনি বলেন, ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা সচল করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।দুর্ঘটনার ফলে সাজেক প্রান্তে প্রান্তে প্রায় দু’হাজার আর খাগড়াছড়ির দীঘিনালায় প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।