ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

২৭ জানুয়ারী, ২০২০

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্ক তৈরি হয় জনমনে। আতঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১টা ১২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূকম্পন শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এসময় মার্কেটের ক্রেতারা দৌড়াদৌড়িও শুরু করেন।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।