দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে ১২

১১ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলের ঘাটাইলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি

 করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মোগলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ভর্তি করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটি সড়ক থেকে অপসারণ করে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে