ফিলিস্তিনের কৃষিজাত পণ্যের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

০২ ফেব্রুয়ারি, ২০২০

ফিলিস্তিনের কৃষিজাত পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল। গত শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট ওই ঘোষণা দেন। সম্প্রতি তেল আবিব থেকে গবাদিপশু আমদানি নিষিদ্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর জবাবে এ পদক্ষেপ নেয় ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কৃষিজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে তেল আবিব।’

গত সেপ্টেম্বরে ‘অর্থনৈতিক অব্যাহতি’ প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরাইল থেকে গবাদিপশু ও পশুসম্পদ আমদানি নিষিদ্ধ করেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়িহ।’ সূত্র : মিডল ইস্ট মনিটর।