নিজের ১০০০তম ম্যাচ রাঙিয়ে রাখলেন মেসি

০৪ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। আর এটি ছিল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। এ ম্যাচে তার গোলেই ম্যাচের প্রথমার্ধে লিড নেয় আর্জেন্টিনা। এটি বিশ্বকাপের নকআউট পর্বে মেসির করা প্রথম গোল।

নিজের প্রফেশনাল ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমে গোল করলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে ম্যাচের ৩৫ মিনিটে গোল করে ১০০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন এল এম টেন।

তার গোলসংখ্যা দাঁড়ালো সব মিলিয়ে ৭৮৯। আর পাঁচটি বিশ্বকাপে খেলে তার গোল এখন ৯।

এর মধ্য দিয়ে টপকে গেলেন তার দেশেরই আরেক কিংবদন্তি ম্যারাডোনার আট গোলকে। এখন তার সামনে রয়েছেন বাতিস্তুতা, যা গোল সংখ্যা ১০।

বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল, পিএসজির হয়ে ৫৩ ম্যাচে করেছেন ২৩ গোল এবং আর্জেন্টিনার হয়ে ১৬৯ ম্যাচে করেছেন ৯৪ গোল।