ওমরাহ ই-ভিসা : বাংলাদেশসহ ৫ দেশের জন্য বায়োমেট্রিক তথ্য আবশ্যক

০৪ ডিসেম্বর, ২০২২

ওমরাহ’র জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে বাংলাদেশসহ পাঁচটি দেশের ওমরাহ যাত্রীদের অবশ্যই বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে, যার মধ্যে আঙুলের ছাপ রয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।অন্য চারটি দেশ হলো যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।

দ্য গাল্ফ নিউজ অনুসারে, আগ্রহী যাত্রীদের সৌদি ভিসা বায়ো অ্যাপ ব্যবহার করতে হবে যা উল্লেখযোগ্য মুসলিম যাত্রীদের যোগদানের জন্য আঙুলের ছাপ ও সেলফি বায়োমেট্রিকের মাধ্যমে ভিসা নিবন্ধনের অনুমতি দেয়।

নতুন অ্যাপটি গত বছরের শেষের দিকে সৌদি সরকার মোবাইল ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক তালিকাভুক্তির অনুমতি দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে, যাতে মক্কায় ওমরাহ যাত্রীরা ব্যক্তিগতভাবে ভিসা কেন্দ্রে যাওয়া এড়াতে পারেন এবং ভিসা ইস্যু করার জন্য মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক গ্রহণকারী দেশটিকে বিশ্বের প্রথম সারির একটি করে তোলে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব একটি চিপ-সহ ইলেকট্রনিক পাসপোর্ট প্রকাশ করেছে যা প্রমাণীকরণের উদ্দেশ্যে ব্যবহারকারীর বায়োমেট্রিক সংরক্ষণ করে।

সূত্র : ইউএনবি