সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না : তথ্যমন্ত্রী

০৮ ফেব্রুয়ারি, ২০২০

বিচার প্রক্রিয়া মেনে খালেদা জিয়ার মুক্তির জন্য চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সমাবেশ করে বেগম জিয়ার মুক্তি মিলবে না।

বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির শনিবারের (৮ ফেব্রুয়ারি) সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতির দায়ে আদালতের বিচারে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কেবল আদালতে জামিন বা খালাস পাওয়া ছাড়া বেগম জিয়ার মুক্তির অন্য কোনো পথ নেই। সেকারণে তার মুক্তির জন্য আন্দোলন আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এ সমাবেশ আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন। আদালত সতর্ক দৃষ্টি রেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির মেশিন বেচার ইতিহাস রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তাদের আমলে আদমজী পাটকলসহ দেশের বিভিন্ন কলকারখানা বন্ধ করে সেখানকার মেশিনপত্র কেজিদরে বেচে দিয়েছিল বলেই তাদের নেতা খসরু সাহেব (আমীর খসরু মাহমুদ চৌধুরী) আজ নির্বাচনে হেরে ইভিএমগুলো কেজি দরে বেচার কথা বলার ধৃষ্টতা দেখিয়েছেন।