করোনা ভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু

১৫ ফেব্রুয়ারি, ২০২০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে প্রথমবারের মতো একজনের প্রাণহানি ঘটেছে। শনিবার ফ্রান্সে করোনায় একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ইউরোপে করোনায় প্রাণ হারানো ওই ব্যক্তি চীনা পর্যটক। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজেনের দেয়া তথ্য অনুযায়ী, ওই নারী গত ১৬ জানুয়ারি ফ্রান্সে আসার পর করোনায় আক্রান্ত হলে ২৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করে কোয়ারেন্টাইন করে রাখা হয়। তার বয়স ৮০ বছর।