বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

০১ ফেব্রুয়ারি, ২০২৩

সশরীরে উপস্থিত থেকে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৩’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বইমেলার উদ্বোধন করেন।

একইসাথে এ সময় বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচনসহ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।এবারের বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বইমেলা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলা ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।গত তিন বছর প্রধানমন্ত্রী মেলায় উপস্থিত হতে পারেননি। তিনি বইমেলা উদ্বোধন করেছেন ডিজিটালি সংযুক্ত হয়ে।