নিষিদ্ধ পাতার বিড়িসহ আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের

০৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিলেটের বিশ্বনাথে আমদানী নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি বিক্রির দায়ে আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার কালীগঞ্জ বাজারে একটি পান-সিগারেটের দোকানে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ (এপিবিএন)। এসময় ৪২ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন পাতার বিড়িসহ দোকান মালিক সুভাস বৈদ্যকে আটক করে আর্মড পুলিশ। জব্দকৃত বিড়ির বাজার মূল্য ৮৪ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন ৭ এপিবিএন সিলেট’র পুলিশ পরিদর্শক (নি.) এসএম ওবায়েদুল হক।

আটকের পর সুভাস বৈদ্যের বিরুদ্ধে এসআই (নি.) মুহা. ইয়ার হোসেন বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে শুক্রবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দয়ের করা হয়।মামলা নং-০৩।মামলার বাদী এসআই (নি.) মুহা. ইয়ার হোসেন।

গত রবিবার ব্যবসায়ী সুভাস বৈদ্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

সিলেট’র পুলিশ পরিদর্শক (নি.) এসএম ওবায়েদুল হক জানান, নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি ও নকল বিড়ির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে।