রাজধানীসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৫ মার্চ, ২০২৩

সকাল থেকে রাজধানীর অনেক এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। দেশের বেশ কিছু জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার ১৫ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আবহাওয়া অব্যাহত থাকবে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের কিছু অংশ পশ্চিমবঙ্গ ও তার সাথে জড়িত এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচদিন বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।