আমরণ অনশনে কুবির ৪ শিক্ষার্থী

১৯ মার্চ, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। রবিবার (১৯ মার্চ) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশে লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহ, একই শিক্ষাবর্ষের আইসিটি বিভাগের দুই শিক্ষার্থী কাজল হোসেন ও ইমতিয়াজ শাহরিয়া এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান চৌধুরী অনশনে বসেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পাচঁ দফা দাবিতে আন্দোলনের মুখপাত্ররা এক সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, '১১ দিন অহিংস আন্দোলনের পরও আমাদের পাঁচ দফার একটি দাবিও মেনে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই আমরা আমাদের আন্দোলন চলমান রাখতে বাধ্য হয়েছি। এবং আমরা আমাদের দাবি পূরণে আমরণ অনশন পালন করব।'