কান্দাহারে ৩ একর আফিম খেত ধ্বংস করল তালেবান

১৯ মার্চ, ২০২৩

আফগানিস্তান থেকে আফিম চাষ নির্মুল করতে অভিযান অব্যাহত রেখেছে ক্ষমতাসীন তালেবান সরকার। এরই অংশ হিসেবে শনিবার দেশটির কান্দাহার অঞ্চলের তিন একর আফিমের খেত ধ্বংস করা হয়েছে।

রোববার আলজাজিরা জানায়, গত বছরের এপ্রিলে ইসলামী আমিরাত আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ ঘোষণার পর সরকারের এই অভিযান। ওই সময় মাদকদ্রব্য হাশিশ তৈরির উপাদান গাঁজা চাষও দেশটিতে নিষিদ্ধ করা হয়।

তালেবানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা আব্দুল হক আখুন্দজা জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয় মাদক নির্মুলে গত বছর অন্তত তিন হাজার ৭০০ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে কমপক্ষে চার হাজার ৬৫০ জনকে গ্রেফতার করা হয়েছে ও ১৪৮টি মাদক তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৪০৪ টন বিভিন্ন প্রকার মাদক।

একইসাথে এক হাজার ১৪৭ হেক্টর জমি মাদক চাষ থেকে মুক্ত করা হয়েছে বলেও জানালেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা আব্দুল হক।

সূত্র : আলজাজিরা