রুশ হামলার জের : ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার

২৩ মার্চ, ২০২৩

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার। হামলার ফলে ইউক্রেনের শহর-নগরগুলোতে যে জঞ্জালের সৃষ্টি হয়েছে, কেবল সেগুলো পরিষ্কার করতেই লাগবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এই হিসাব প্রকাশ করেছে।

ইউক্রেন সরকার, বিশ্বব্যাংক, ইউরোপিয়ান কমিশন ও জাতিসঙ্ঘের যৌথভাবে প্রণীত এই প্রতিবেদনে যে ব্যয় দেখানো হয়েছে, তা গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের হিসাব (৩৪৯ বিলিয়ন ডলার) থেকে অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়, রুশ হামলায় প্রায় ২০ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতি পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের একটি বিধ্বস্ত হয়েছে, ৬৫০টি অ্যাম্বুলেন্স নষ্ট হয়েছে বা খোয়া গেছে, ৪৬১ শিশুসহ অন্তত ৯,৬৫৫ জন নিহত হয়েছে।

বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বেরদে বুধবার বলেন, ইউক্রেন পুনর্গঠনে কয়েক বছর লেগে যাবে।
তিনি বলেন, বিধ্বস্ত ভবন ও অবকাঠামো নির্মাণেই লাগবে ১৩৫ বিলিয়ন ডলার।

ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে লাখ লাখ ইউক্রেনয়ান বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে।

সূত্র : আল জাজিরা