জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরাইলি উগ্রপন্থীদের

২৯ মার্চ, ২০২৩

ইসরাইলি উগ্রপন্থীরা জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। জেরুসালেমে সরকারপন্থী বিক্ষোভকারীদের সামনে দিয়ে চলাচলকারী ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের ওপর এই হামলা চালানো হয় বলে স্থানীয় মিডিয়ার মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি পুলিশ জানিয়েছে। পুলিশ হামলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতারও করেছে।

খবরে বলা হয়, ইসরাইলে নজিরবিহীন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। তবে তার পক্ষেও অনেককে রাস্তায় নামতে দেখা যায়। তারাই এসব হামলা চালায়।

সরকারপন্থী সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিব ও জেরুসালেমে।

হামলার শিকার লোকদের মধ্যে রয়েছে একজন ট্যাক্সিচালক। তিনি একটি পেট্রোল স্টেশনে আক্রান্ত হন।

সূত্র : আল জাজিরা