বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

০৪ এপ্রিল, ২০২৩

সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রোমানা বেগম (১২)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আসমান মিয়ার মেয়ে ও স্থানীয় মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। 

শিশুর পিতা আসমান মিয়া এ প্রতিবেদককে জানান, দুপুরের দিকে মক্তব থেকে ঘরে ফিরে মায়ের কাছে খাবার চায় রোমানা। খাবার নিয়ে বসত ঘরে টেলিভিশন চালু করতে গিয়ে অসাবধানতা বসত বৈদ্যুতিক সার্কিটে স্পৃষ্ট হয় সে। এসময় চিৎকার শুনে তার মা ও অন্যান্যরা এসে ঘরের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করেন। এর আগেই নিস্তেজ হয়ে পড়ে রোমানা। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই (উপপরিদর্শক) জয়ন্ত সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। ভিকটিমের পিতা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত ব্যতীত শিশুর লাশ দাফনে জেলা ম্যাজিস্ট্রেট বরারবে আবেদনও করেছেন তিনি।