জামিন মেলেনি দুদক কর্মকর্তা এনামুল বাছিরের

১০ মার্চ, ২০২০

ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মোঃ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

আমিন উদ্দিন মানিক বলেন, খন্দকার এনামুল বাছিরের জামিন হয়নি, রুল খারিজ করে বিচারিক আদালতকে এক বছরের মধ্যে বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাকে কেন জামিন দেয়া হবে না এ মর্মে রুল জারি করেছিলেন।