সভা-সমাবেশ না করার পরামর্শ আইইডিসিআরের

১০ মার্চ, ২০২০

অত্যাবশ্যকীয় না হলে সভা-সমাবেশ আয়োজন না করার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা মোকাবেলার পরামর্শ হিসেবে তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফিরে ১৪ দিন সেলফ কোয়ারেন্টাইন করতে হবে। এটিই সবচেয়ে সহজ পদ্ধতি। কোনো উপসর্গ দেখা দেয়া মাত্র আমাদের হটলাইনে যোগাযোগ করুন। আমাদের সব মিলিয়ে ১২টি হটলাইন নম্বর চালু করা হয়েছে। প্রয়োজনে ফোন করুন, পরামর্শ পাবেন।

তিনি আরও বলেন, এই রোগের প্রতিষেধক নেই। হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলবেন। নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। অসুস্থ হলে বাসায় থাকা উচিত। অসুস্থ অবস্থায় বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করুন। হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, বয়স্ক ব্যক্তিরা সতর্ক থাকুন। প্রয়োজন না হলে বাসায় থাকুন। ভিড় এড়িয়ে চলুন। বিদেশ থেকে আগত ব্যক্তি বা আত্মীয়স্বজনদের সঙ্গে মেলামেশা আপাতত পরিহার করুন।