মোদিকে চিঠি জেলেনস্কির, চাইলেন সাহায্য

১২ এপ্রিল, ২০২৩

অতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমিন জাপারোভা। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সাথে দেখা করে মোদির উদ্দেশে লেখা জেলেনস্কির চিঠিটা তুলে দেন। পাশাপাশি ইউক্রেনে পরিকাঠামো তৈরির জন্য ভারতীয় সংস্থাগুলোকে আমন্ত্রণ জানান সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, 'যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের পরিকাঠামোগত উন্নয়ন ভারতীয় সংস্থাগুলোর জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।’

এদিকে ভারতে এসে ইউক্রেনের থেকে শিক্ষা নেয়ার জন্য বলেন জাপারোভা।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে এলেন। দেশটিতে এসে জাপারোভা বলেন, 'ইউক্রেন সত্যিই চায় ভারত এবং ইউক্রেন ঘনিষ্ঠ হোক।'

উল্লেখ্য, এর আগে ভারতের সাথে কূটনৈতিক স্তরে ইউক্রেনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। ইউক্রেন জাতিসঙ্ঘে অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে সমর্থন করত। এই আবহে জাপারোভা ভারতকে 'বিশ্বগুরু' আখ্যা দিয়ে বলেন, 'আমরা ভারতের সাথে নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাই।'
সূত্র : হিন্দুস্তান টাইমস