ইতালি ফেতর ১৪২ বাংলাদেশি কোয়ারেন্টাইনে

১৪ মার্চ, ২০২০

ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করা ইতালি থেকে শনিবার দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) রাখার জন্য আশকোনার হজ ক্যাম্পে নেয়া হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের চিকিৎসক শাহরিয়ার সাজ্জাদ জানান, আজ সকালে এমিরিটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ফিরেছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইউরোপকে বর্তমানে বৈশ্বিক মহামারির করোনাভাইরাসের ‘কেন্দ্রস্থল’ বলেছেন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ‘কোভিড-১৯’ রোগে ২৫০ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এছাড়া নতুন করে ১,২৬৬ জনসহ সর্বমোট ১৭,৬৬০ জন আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।