সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

১৮ এপ্রিল, ২০২৩

আফ্রিকান দেশ সুদানে বিবদমান দুই গ্রুপের মধ্যে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।দেশটির রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনীর নিয়মিত সৈন্য এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সদস্যদের মধ্যে এই সংঘর্ষ চলছে।ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হলেও বাস্তবে তা কতটুকু কার্যকর হবে তা বলা মুশকিল বলে জানিয়েছেন আলজাজিরার প্রতিনিধি।বলা হচ্ছে, সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়া ও সংঘর্ষে আহতদের উদ্ধারে এ যুদ্ধবিরতি পালন করা হবে।

তবে এখনো সংঘর্ষ চলছে রাজধানীর কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্যালেস ও সেনা প্রধান কার্যালয়ের কাছে।সংঘর্ষে ইতোমধ্যে বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।সেনাবাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়ার এই সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের মানুষের মধ্যে আবারো বড় ধরনের অনিশ্চয়তায় পতিত হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে।

সূত্র : আলজাজিরা, বিবিসি