সকলকে নিয়ে ঈদ উদযাপনই প্রকৃত আনন্দ : রাষ্ট্রপতি

২২ এপ্রিল, ২০২৩

সবাইকে নিয়ে ঈদ উদযাপনেই প্রকৃত আনন্দ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বিত্তশালী ও সার্মথ্যবানদের দরিদ্রদের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করছে। বাংলাদেশও এই ক্ষতিকর প্রভাবের বাইরে নয়। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। 

রাষ্ট্রপতি হিসেবে এটাই আবদুল হামিদের শেষ ঈদ শুভেচ্ছা বিনিময়।