৩১ মে সংসদে বাজেট অধিবেশন শুরু

১৪ মে, ২০২৩

এ বছর সংসদের বাজেট অধিবেশন আগামী ৩১ মে শুরু হবে। কারণ আগামী ১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন।রোববার সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মে বিকাল ৫টায় বাজেট অধিবেশন শুরু হবে।

গত বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের (অর্থবছর) জন্য ২৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে, যাতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (২৮ দশমিক ৮৮ ভাগ)।

মূল এডিপি বরাদ্দের মধ্যে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৯৪ হাজার কোটি টাকা বিদেশী উৎস থেকে নেয়া হবে।২০২২ সালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পেশ করেন।

সূত্র : ইউএনবি