বিএনপির আন্দোলন ‘মোখার’ মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে : তথ্যমন্ত্রী

১৮ মে, ২০২৩

মোখা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক।

বৃহস্পতিবার (১৮ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

মোখা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মোখা নিয়ে রাজনীতি করা ঠিক না। এটা দুঃখজনক। মির্জা ফখরুল মোখা নিয়ে উপহাস করেছেন। এটা ঠিক হয়নি।তিনি বলেন, মোখা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক।

হাছান মাহমুদ বলেন, সমস্ত কূটনীতিককে নিরাপত্তা দেয়া হয়। দেশে উগ্রবাদীদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণে কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। দেশে যেহেতু এখন জঙ্গি তৎপরতা নেই সে কারণে বাড়তি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কূটনীতিকদের নিরাপত্তা পুরোপুরি তুলে নেয়া হয়নি। এটা আছে। জঙ্গি তৎপরতার কারণে শুধু বাড়তি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন, কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে পারবেন।