ভূমিকম্পে কেঁপে উঠলো টোকিও

২৬ মে, ২০২৩

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূল। ৬ দশমিক ২ মাত্রা ভূমিকম্পে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার ৭টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে। যা ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

এর আগে প্রায় তিন সপ্তাহ আগে জাপানের ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

সূত্র : জাপান টুডে