লকডাউন অমান্য করায় ২জনকে গুলি করে হত্যা

২৬ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। দেশে দেশে চলছে লকডাউন।  এ অবস্থায় পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাও লকডাউন করা হয়েছে। তবে সরকার ঘোষিত লকডাউন না মানায় দুই যুবকের ওপর গুলি চালিয়ে দেয় দেশটির পুলিশ বাহিনী।

বুধবার পুলিশের এ গুলিতে নিহত হন তারা। খবর ওয়াশিংটন পোস্ট।

রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা জানান, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।

পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়।

সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিসেবাগুলো এ সময় চালু আছে।