চাটমোহরে গ্রামে জীবাণুনাশক ছিটালেন বন্ধু মানব কল্যাণ সংগঠন

৩০ মার্চ, ২০২০

পাবনা প্রতিনিধি :

একদল তরুণ। বিভিন্ন সময়ে আপদ-বিপদে এরা ঝাঁপিয়ে পড়েন। পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার ঐ তরুণদল কল্যাণমুখি কাজের জন্য সব সময় থাকেন উদগ্রীব। মরণব্যাধি করোনাভাইরাস হাত থেকে রক্ষা পেতে  পুরো গ্রামে জীবাণুনাশক ছিটালেন  সেই কয়েকজন উদ্যোমী তরুণ।
সোমবার(৩০ মার্চ) সকাল থেকে তারা পাড়ায় পাড়ায় গিয়ে স্প্রে মেশিন দিয়ে তারা জীবাণুনাশক স্প্রে করেন। বাহাদুরপুর বন্ধু মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এই জীবাণুনাশক স্প্রে করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াছিন আলী, ফরিদুল ইসলাম খোকন, জয়, রেজাউল, আরিফ, আমিন, নাজমুল, সাব্বির, কাওছার উপস্থিত ছিলেন।
 
বিভিন্ন উদ্যোগ যখন শহর কেন্দ্রিক, তখন গ্রামাঞ্চলে কয়েকজন তরুণের ব্যক্তিগত অর্থায়নে জীবানণুনাশক ছিটানোর এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
ঐ তরুণ দল সমাজের সকল তরুণদের এই দুর্যোগ মুহূর্তে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।