চুয়াডাঙ্গায় পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ করল পুলিশ

০৭ জুন, ২০২৩

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র গরমে একটু স্বস্তি দিতে পথচারীদের লেবুর শরবত, স্যালাইন ও সুপেয় পানি পান করান জেলা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, তীব্র গরমে পথচারীদের মাঝে লেবুর শরবত, সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে যা সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। তীব্র গরমে এক গ্লাস লেবুর শরবত, স্যালাইন পানি ও সুপেয় পানি পান করতে পেরে খুশি পথচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।