খাদ্য সামগ্রীনিয়ে অসহায় মানুষের পাশে পাবনার হিমায়েতপুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম

০২ এপ্রিল, ২০২০

পাবনায়করোনাভাইরাসেরকারণে  গৃহবন্দি অসহায়, দিনমজুর, হতদরিদ্র সহস্রাধিকমানুষেরপাশেএসেখাদ্য সামগ্রীনিয়ে দাঁড়িয়েছেহিমায়েতপুরশ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র আশ্রয় কর্তৃপক্ষ।     

বৃহস্পতিবার(২ মার্চ)সকালেপাবনাশহরেরপুরাতনবিআরটিসিগ্যারেজএলাকায় এ সকলমানুষেরমাঝেখাদ্য সামগ্রীতুলে দেন পাবনার অতিরিক্ত পুলিশসুপার গৌতমকুমারবিশ্বাস।

এ সময়উপস্থিত ছিলেনপাবনা প্রেসক্লাবেরসাবেকসম্পাদকআঁখিনুরইসলাম, সাবেকসহসভাপতিকামালআহমেদ সিদ্দিকী, আশ্রমেরউৎসবকমিটিরআহবায়কডঃনরেশ মধু, যমুনাটিভিরপাবনাপ্রতিনিধিছিফাতরহমানসনম, দৈনিকযায়যায়দিনের পাবনা জেলাপ্রতিনিধিআরিফআহমেদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবীসংগঠনপিপীলিকারসমন্বয়কারীইলিয়াসআহমেদ হিমেলরানা ও আশ্রমপ্রতিনিধিধীশংকরসরকার।

খাদ্য সামগ্রীনিতেআসাহতদরিদ্র, অসহায় ও দুস্থ নারীপুরুষরাআশ্রমের এ উদ্যোগকেসাধুবাদ জানিয়েছেন।

আশ্রম কর্তৃপক্ষ জানান, মানবতার দৃষ্টকোণ থেকে আশ্রম কর্তৃপক্ষ সব সময়ভালোকাজের সাথে আছে ও থাকবে।  যারাখাদ্য সামগ্রীনিতেআসছেন, তারা যেনসামাজিক দুরত্ব বজায়রাখেন সেটিবিশেষ রেখারমাধ্যমে মনিটরিংকরাহচ্ছে।