১৫ জুন, ২০২৩
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি। বুধবার (১৪ জুন) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন সাতক্ষীরার আরিফুল ইসলাম (২৭), মাহমুদুল হাসান সুমন (৩৫), পীরগঞ্জের আল আমিন (৩২), বাদশা (২৯), আবুল কায়ছার (৩৩) ও কামাল হোসেন (৩৭)। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভারতের চেন্নাই ও তিরুপুর শহরে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন এই বাংলাদেশিরা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আদালতে তোলা হলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সাজা শেষ হলে তাদের ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংগঠন নিজেদের শেল্টার হোমে রাখে। পরে সেখান থেকে দেশে ফেরত পাঠানো হয়। ছয় বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।