পাবনায় বাস শ্রমিকদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য বিতরণ

০৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়েপড়া পাবনার আরো  ৭৫০জন বাস শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার (৬ এপ্রিল ) সকালে শ্রমিকদেও মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে। স্থানীয় বাংলাদেশ ঈদগাহ ময়দানে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শিব জিতনাগ এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের পাবনাস্থ সমন্বয়ক আাঁখি নূও ইসলাম রেমন সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের এই সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো ১৫ কেজি চাল,৫ কেজি আলু, ডাল তেল লবন ও সাবান। নিয়মিত পাবনাতে অসহায়দেও মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে।