পাবনা মেডিকেলকলেজ হাসপাতালে ১০০ পিপিই বিতরণ করলো আহেদ আলী বিশ্বাস ট্রাষ্ট

০৭ এপ্রিল, ২০২০

 পাবনা শহরের কুঠিপাড়াআহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাষ্ট ১০০ পিপিই( ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী)প্রদান করেছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু মাত্র হাসপাতালের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের জন্য এই পিপিই দেয়া হয়েছে।

সোমবার(৬এপ্রিল)পাবনাজেলা দুর্নীতি দমনপ্রতিরোধ কমিটির সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতিপ্রফেসর শিবজিত নাগ হাসপাতালের সহকারি পরিচালক ( এডি )ডা. আবুল হোসেনের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন

এসময় উপস্থিত ছিলেন বিএমএ’র সাধারন সম্পাদক ডা. আনন, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাষ্টএর সদস্য ইঞ্জিনিয়ার ওয়ারে সআলী, গণস্বাস্থ্য কেন্দ্রের রিলিফ কর্মসূচির সমন্বয়কারি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখি নুরইসলাম রেমন, সুচিত্রা সেন স্মৃতিসংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক নরেশ মধু, যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী, ডা. তসলিমুল আরেফিন রতন, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমুখ।