ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৯

২২ জুন, ২০২৩

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ২৭৮ জন এবং ঢাকার বাইরের ৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২৯৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৮৯৭ জন। মারা গেছেন ৩৯ জন।