ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

২৭ জুন, ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৬ জুন) হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ জুন) থেকে রবিবার (২ জুলাই) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম। ছুটি শেষে আগামী ৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি যথারীতি শুরু হবে।
 
তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।