বিকেল ৫টার মধ্যে কাঁচাবাজার-সুপারশপ বন্ধের নির্দেশ

১২ এপ্রিল, ২০২০

করোনার প্রাদুর্ভাব রোধে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ সমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

তিনি বলেন, ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

এর আগে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কাঁচাবাজার ও সুপারশপসমূহ খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভূত এ সংকট মোকাবিলায় সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করছে।